এক চিলতে দুঃখ


মূল রচনা — অশোক বাজপেয়ী


রূপান্তর — নির্ঝর মুখোপাধ্যায়


আমি কি এক চিলতে দুঃখ
সযত্নে একটা কবিতায় মুড়ে
আমার জন্য রাখতে পারি ?


তাড়াহুড়োয় আর ঘাবড়ে গিয়ে
স্বর্গত পিতাকে বলতেই ভুলে গেলাম


বারান্দায় একটা ডাইনিং টেবিল
বাগানে একটা পুষ্পহীন  জুঁই গাছ
রান্নাঘরে দিদিয়া—


এদের সবাইকেই বলতে ভূলে গেলাম—


এক চিলতে দুঃখ
পকেটে বাদাম রাখার মতো
আমার কাছে রাখতে পারি ?


কেউ দেখতে পায়নি
আমি এক চিলতে দুঃখ নিয়ে বেরিয়ে এসেছি


সেই থেকে সেটা আমার কাছে রয়ে গেছে
পুরোনো, অচল হয়ে গেছে
কোনো কবিতাতেই স্থান হোল না তার !


(প্রসিদ্ধ হিন্দিভাষী কবি ও সমালোচক শ্রী অশোক বাজপেয়ীর কোনো  পরিচয়ের প্রয়োজন পড়ে না।  সাহিত্য একাডেমি ছাড়াও দেশে বিদেশে বহু সম্মান পেয়ছেন।  দেশী বিদেশী বহু ভাষায় অনূদিত হয়েছে তাঁর কবিতা)