এক অজ্ঞাত সৈনিকের প্রার্থনা


When Abbe Sieyes was asked what was his achievement during the French Revolution, he replied, " I survived ! "


প্রভু আমাকে শক্তি দাও
আমি অধীনতা চাই
প্রভু আমাকে দুর্বল করে দিলেন
বললেন, শিক্ষা করো অধীনতা


প্রভু আমাকে স্বাস্থ্যবান করো
আমি কঠিন কাজ করতে চাই
প্রভু আমাকে প্রতিবন্ধী করে দিলেন
বললেন এবার লড়ো, আরো কঠিনের লড়াই


প্রভু, আমাকে বিত্তবান করো
আমি সুখ চাই
প্রভু আমাকে হত দরিদ্র করে দিলেন
বললেন, এবার প্রজ্ঞাপারমিতা হবে


প্রভু আমাকে ক্ষমতা দাও
আমি যশ যাচঞা করি
প্রভু, আমাকে সহায়হীন করলেন
বললেন, এবার সর্বশক্তিমানকে বুঝতে পারবে


প্রভু আমাকে সর্বস্ব দাও
আমি সম্পূর্ণ জীবনটা ভোগ করতে চাই
প্রভু আমাকে একটা সম্পূর্ণ জীবন দিলেন
বললেন, এবার সমস্ত ভোগ করো


আমার প্রার্থনা এতোই সীমিত
সব চাইবার ক্ষমতাই অধরা
তিনি আমার সব অনুচ্চারিত প্রার্থনা শুনলেন
আমাকে শ্রেষ্ঠ সম্পদে সমৃদ্ধ করলেন


(এটা একটা অনুবাদ কবিতা। মুল লেখক একজন অজ্ঞাত সৈনিক।)