ফিরে যাও মাঠে


লাল কার্পেট নয়
তোমার আসার পথ
রেখেছি কন্টক আকীর্ণ করে ।
তুমি ফিরে যাও
ফিরে যাও মাঠে
চাইলে যেতেও পারে ঘাটে
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ।


বৃত্ত যতই বড় হোক
কেন্দ্র তো বিন্দু মাত্র বটে
তুলেছি দেওয়াল চারিদিকে
তুমি এসো নাকো মোটে
ফিরে যাও মাঠে
চাইলে যেতেও পারো ঘাটে
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ।


মালা নয় --- বন্দুক, লাঠি আছে হাতে
দেবতার জয়ধ্বনি নিনাদিত পথে
পাইক বরকন্দাজ সমাহিত রথে
ছিন্নমূল, পরাক্রম,আছি মৌতাতে
তুমি জাহান্নামে যাও,আমার কি তাতে ?
এসো নাকো ফিরে যাও
ফিরে যাও মাঠে
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।


তোমাকে ঠেলতে ঠেলতে
কখন পিছু হঠি নিজে
সুরক্ষার ঘেরাটোপে
ঘেমে গেছি ভিজে ।
নিজেকে ফেরাতে গিয়ে
নিজের ফাঁকা মাঠে
নিজের বিশাল কবর
হাটে, মাঠে, বাটে
ফেরার রাস্তা আজ হয় বিস্মরণ
পরিখা চতুর্দিকে করেছি খনন
অভিশপ্ত অভিমন্যু, নেই নিষ্ক্রমণ।