ইতস্ততঃ বিক্ষিপ্ত /৪


  


               ।।১৯।।


"নবীন কিশোর তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে ইচ্ছে করে।"
---- সুনীল গঙ্গোপাধ্যায়


নবীন কিশোর
আর তোমাকে দিতে পারব না
ভুবন ডাঙ্গার মাঠ।
সুনীলদা যা যা তোমায় দিয়ে গেছে
সেসব তুমি সত্যি সত্যি
ছুঁড়ে  ফেলে দিয়েছ।
হারিয়েছ উত্তরাধিকার
সেসব আমি কুড়িয়ে নিই,
সযত্নে রাখি, সেসব এখন আমার।
নবীন কিশোর, তোমাকে এখন
শুধুই বুকে টেনে নিয়ে
একটু শান্তি দিতে ইচ্ছে করে !


              ।।২০।।


ভোরের বেলায় অনেক গুলো চড়াই
মাথার কাছে অ্যালার্ম হোয়ে বাজে।
আমি তাদের চাঁদের গল্প শোনাই---
রাতের বেলার রুটির মতো চাঁদ।
তারা আমায় রুটির কথা  বলে
ক্ষুধার্ত পেটে সূর্যের মতো রুটি।


              ।।২১।।


একটা মিনি বাস
হঠাৎ করে পাশে


একটা ছোটো হাত
হঠাৎ করে হাতে


একটা ছোটো চাপ
হঠাৎ করে বুকে


             ।।২২।।


একটা দেশলাই
একটা প্রদীপ
একটি প্রণাম


শাড়ির কোণে
আগুনের পরশমণি


হ্যালো ঈশ্বর,
মা ঠিক ঠাক পৌছেছে ?


            ।২৩।।


সোনালী এইচ এস, মাধ্যমিকে স্টার
এখন কথা বলে না ,ল্যাংটো হয়ে
রাস্তায়  রাস্তায় ঘোরে,
আস্তাকুড়ে কুকুরের সাথে
খাবার ভাগ করে খায়
একদিন বিয়েবাড়ি ঢুকে পড়ে
খাবারের খোঁজে
দূর দূর করে তাড়া খেয়ে
বেরিয়ে এলে,
"  ঘেন্না", " ঘেন্না" বলে
কথা কয়ে ওঠে।


            ।।২৪।।


বুকের মধ্যে বিশ্ব ভুবন পুরে
নিজেকে একা ভাবছো
                    কেমন করে ?
প্রণাম আমার গ্রহণ করো রুমি
নিজের মধ্যে  খুঁজে দিলে আজ
নিজেরই বাস ভূমি !