কন্যাসন্তানকে পতিতা মা


( মূল রচনা-- কে সচ্চিদানন্দন )
রূপান্তর -- নির্ঝর মুখোপাধ্যায়


সোনা আমার,
কোনো লজ্জা নয়,
বল,
আমি তোর মা আর
এই গোটা শহরটা তোর বাপ !


সব সতীলক্ষ্ণীদের কাছে যা
বল ,
তাদের পতিদেবতাদের এই আমি
শরীর-খেলা শিখিয়েছি!


হাজার নারীর বদলে একা আমি
নিজেকে আহুতি দিয়ে দেবী হয়েছি


পুরুষ মানেই সমূদ্র
এক অনন্ত কামনার সমূদ্র—
তাকে পেরিয়ে যা
যেমন করে আমি আমার শরীর টপকে
উঁচুতে উঠে গেছি।


মাথা তোল, সোনা
আমার উত্তরসূরি হ
মহান হ


অভিসারে যা, আগামী দিনের কাছে,
যে সূর্য দেখতে পাইনি আমি
তার সাথে দেখা কর গিয়ে


পবিত্র যিশুর পায়ে ধরে  কখনো কাঁদিনি আমি
কোনো  সন্ন্যাসী উপগুপ্তেরও ধার ধারিনি আমি


প্রতি রাতে আমি লাল গলন্ত লোহা
প্রতি ভোরে ফের সোনা
সব কামনাকে পেড়ে ফেলি আমি


সব লালসার সীমানা পেরিয়ে
ওপারে গিয়ে দেখ—
আমরাই  শ্রেষ্ঠ দাতা
প্রকৃতি বসুন্ধরা !