কড়া নাড়া


( মূল কবিতা  গুলজার  
   রূপান্তর - নির্ঝর মুখোপাধ্যায় )


খুব ভোরে একটা স্বপ্ন
কড়া নাড়ল দরজায়—
সীমান্তের ওপার থেকে ওঁরা এসেছেন
আমার বন্ধু, আমার আত্মীয়
বড় প্রিয় চেনা চেনা মুখ


হাতমুখ ধুয়ে আমরা দাওয়ায়  বসলাম
গরম গরম তন্দুর রুটি বানালাম
বন্ধুরা সব গুড় এনেছেন
ওপারের টাটকা নলেন গুড়


ঘুম থেকে উঠে দেখি
তাজ্জব কি বাত !
কই কেউ তো আসেনি
সব ভোঁ ভাঁ !
শুধু বিছানায় পড়ে আছে রুটি
হাত দিলে তখনো হালকা গরম,
ঠোঁটে তখনো লেগে আছে
চটচটে মিষ্টি গুড়ের স্বাদ !


তাহলে বোধহয় স্বপ্ন ছিল,
হ্যাঁ ঠিকই তো — স্বপ্নই ছিল !


আসলে কাল রাতে
সীমান্তে প্রচুর গোলাবর্ষণ হয়েছে
শুনলাম, অনেক স্বপ্নের মৃত্যু হয়েছে কাল !