অপেক্ষা


এই কবিতার দুটো চোখ আছে
তাই এ দেখতে পায়
অবজ্ঞা, অবহেলা কিংবা খুশির হাসি।
এই কবিতার দুটো কানও আছ
এ শুনতে পায়
নিন্দা, প্রশংসার উচ্চারণ।
এর একটা উষ্ণ হৃদয় আছে
তাই আপনি একে পড়তে পড়তে
যত শেষ লাইনের দিকে এগোন
ততই এর হৃদস্পন্দন বাড়তে থেকে
তারপর অপেক্ষা করে
কেউ একে পড়া শেষে ছুঁড়ে ফেলে দিলে
এ আছড়ে পড়ে
পড়ে থাকা পাথরের টুকরোয় লেগে
এর ঠোঁটের কোণে জমে ওঠে রক্তের দাগ
কপালে কালশিটে পড়ে
তারপর সে খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ায়
অপেক্ষা করে
একদিন কেউ না কেউ এসে
হয়তো পড়া শেষে তুলে নেবে বুকে
আমার এ কবিতা অপেক্ষা করে....