শাহনূর বন্ধুবরেষু


আমার বন্ধুর একটা পাহাড় চুড়ায় বাস
সেখানে গাছে গাছে ফুল ফোটে ফল ফলে
সুগন্ধে ভরে যায় দিক
ঝর্ণার মিষ্টি জল আর ভালোবাসার
সেই দেশের নাম বর্তমান ।


সেই পাহাড় চুড়া থেকে
আমার বন্ধু যখন নিচে তাকায়
তখন হাতের খোলা তাশের মতো
সে দেখতে পায়
নিচের উপত্যকায় বিছিয়ে আছে এক দেশ
সেই দেশের নাম অতীত।


আমার বন্ধু এখন রোজ
সবাইকে নিয়ে আসর বসায়


রোজ প্রাতরাশে,মধ্যাহ্ন ভোজে,নৈশাহারে
পরিবেশন করে
সেই অতীত-দেশ থেকে আনা
গরম রুটির মতো কবিতা
যার গায়ে তখনো লেগে আছে
প্রেয়সীর নরম বুকের ওম।
তীব্র ঝাঁঝালো কবিতা-মদ
প্রতিটি চুমুকে তার অতীত কোনো
অপমানের তিক্ত স্বাদ।
নিজেরই পুরোনো শরীর থেকে
ছিঁড়ে আনা মাংসের
ঝলসানো কাবাব-কবিতা।


আমার বন্ধু আজ উত্তর দেয়
তার নিজেরই দিকে ছুঁড়ে দেওয়া
নিজস্ব প্রশ্নের।


বন্ধু ভালো থেকো !


( অবলম্বন : কবি কমলা দাসের একটি সাক্ষাৎকার ও বন্ধুবর শাহনুরের অকৃত্রিম ভালোবাসা ।)