দরখাস্তের নমুনা লেখা
চটি চটি বইয়ের কারবারি,
একজন ডবল এম এ
সাড়ে পাঁচটার  সদ্য গতি নেওয়া
ব্যান্ডেল লোকালের থেকে
এক চাকায় বিমান অবতরণের মতো
নিখুঁত দক্ষতায়
নেমে যায় রোজ।
কেরানির চাকরির জন্য আবেদন
নতুন রেশন কার্ড
ভুল ইলেকট্রিকের বিল শোধরানো
নতুন গ্যাস কানেকশান
সংসারের যে কোনো প্রয়োজনের জন্য
কারোর সাহায্য ছাড়াই
দরখাস্ত লিখতে হলে
একান্ত প্রয়োজনীয় একটি বই,
বাঁ হাত আর বগলের মধ্যে ধরে
ডান হাতের মুঠোয় দরজার হ্যান্ডেল ধরে
রোজ নিখুঁত একটি লাফ মেরে
লোকটা হারিয়ে যায়।
দাম মাত্র দশ টাকা
দেখা শোনা ফ্রী,
কেউ কেনেনা তার বই।
আমি রোজ একবার করে দেখি
শুধু ঐ মায়াবী লোকটার কথা ভেবে
কোথাও একটা দরখাস্ত করবো ভাবি
সূচীপত্রে চোখ বোলাই
তন্নতন্ন করে খুঁজি
আমার কোনো একটা প্রয়োজন
লোকটা সূচী‌বদ্ধ করেছে কিনা দেখি
লোকটা ততক্ষণ অপেক্ষা করে
খুব শান্ত ভাবে
আমার মুখের দিকে তাকিয়ে থাকে
আমি বইটা ফেরত দিলে
লোকটা হাসে
তারপর নিখুঁত একটা লাফ।
সব দরখাস্ত লেখা শেষ করা
একটা লোকের মহা নিষ্ক্রমণের দিক থেকে
উল্টো দিকে ছুটে যায়
সাড়ে পাঁচটার ব্যান্ডেল লোকাল !