সব হি তীরথ বারবার গঙ্গাসাগর একবার


আ শির নিমজ্জিত পাপে
আজানু নিমজ্জিত জলে
শুধু মাত্র একটি গামছা
এক গাছি উপবিত
একটি পুরোহিত সকাশে
তিনি—আমাদের নির্বাচিত যিনি
আপাতত ধ্যানমগ্ন।


কিছু প্রান্তিক, মনুষ্য সদৃশ প্রাণী
অতঃপর মুহুরমুহুর
সব হি তীরথ বার বার গঙ্গাসাগর একবার
সব হি তীরথ বার বার গঙ্গাসাগর একবার
মকর সংক্রান্তির পুন্য লগণের
আগমন প্রতীক্ষায় রত ।


আকাশে ঈগল পাখির মতো ড্রোন
বাতাসে পুতি গন্ধ
মাটিতে নিরাপত্তা বলয়ের মাঝে তিনি
ধুয়ে নিচ্ছেন, না সর্বাঙ্গে মেখে নিচ্ছেন পাপ,
আরো পাপ, আরো পাপ
সেটা শুধু ড্রোনেরো উপরে অধিষ্ঠান রত
ব্রহ্মা জানেন...
আর জানেন তিনি---আমাদের নির্বাচিত যিনি ।


আশ্রমের সামনে জিলিপিওলার
ইন্টারভিউ নিচ্ছে একজন সহ সম্পাদক ।
একদল এস এল আর ক্যামেরা ধারী
একটি নাগা সন্ন্যাসীর লিঙ্গ ফোকাশে রত


আর ঠিক তখনি মাইকে ধ্বনিত হয়
সংক্রান্তির পুন্য লগণের আগমনী গান---


একি হলো একি হলো
আকাশ থেকে, বাতাস থেকে, সাগর থেকে
ভেসে আসছে ---
সব হি তিরথ বার বার গঙ্গাসাগর একবার
আর উর্দ্ধবাহু দিগ্বিদিক জ্ঞানশূন্য
ছুটছে কিছু মনুষ্য সদৃশ প্রাণী
ছুটছে দেশ, আমার মাতৃভূমি
ভেঙে যাচ্ছে ব্যারিকেড, ভেঙে যাচ্ছে নিষেধ
পায়ের নিচে চাপা পড়ছে
নারী, বৃদ্ধ, শিশু....


মুহুর মুহুর ধ্বনি উঠছে
সব হি তীরথ বার বার
সব হি তীরথ বার বার
তার সাথে আর্তনাদ আর
কান্নার মিশ্রণে বেজে উঠছে
বেঠোফেনের নবতম সিমফনি


বিরাজিত অরাজকতার পাশে
নিরাপত্তা বলয়ে আবিষ্ট
তিনি দন্ডায়মান, ধ্যানমগ্ন
আমাদের নির্বাচিত যিনি ।