শ্রীমতি ডরিস লেসিংসকে  অনেক ধন্যবাদ!
আমি কালই একটা কালো নোট বই কিনে আনব।


আগে যত মন্দ কাজ করেছি
সেসব লিখে ফেলি।


খাতাটা ভর্তি হয়ে গেলে
কিনে আনব নীল নোটবুক
সেখানে আমার সেসব প্রেম আর ভালোবাসার
নীল দিনগুলোর কথা লিখতে চাই।


সেটাও ভরে গেলে
কিনে আনব লাল রঙের ডায়রি
যেসব স্বপ্নগুলো নিয়ে
বাঁচতে চেয়েছিলাম আমি
বাঁচতে চেয়েছিল মানুষ
সেগুলো একে একে লিখে ফেলতে চাই
হয়তো একদিন কেউ পড়ে দেখলে
তার চোখেও নেমে আসতে পারে
স্বপ্নের টুকটুকে লাল দিনগুলি।


এরও পর আনবো
একটা হলুদ রঙের খাতা
সেখানে লিখব ব্যর্থতার বৃত্তান্ত!


শ্রীমতি লেসিংস, শুনে রাখুন,
দিব্যি করে বলছি
এর পরেও কিনে আনতে চাই
সেই সোনালী রঙের ডাইরিটা,
যার নাম জীবন
যেখানে সব রঙের ডাইরি থেকে বিচ্ছুরিত
আমার নানা রঙের দিনগুলির আলো
সোনার আভা মেখে  
নীতার মতো বলে উঠবে,
দাদা, আমি বাঁচবো !


(সংলাপ কৃতজ্ঞতা শ্রদ্ধেয় ঋত্বিক ঘটক পরিচালিত মেঘে ঢাকা তারা )