স্বাধীনতা ৭৫


দশ বছরের নাবালক স্বাধীনতা
আমাকে সদ্যোজাত ভাইয়ের মতো
কোলে নিয়ে বলেছিল,
চল, তোকে স্বদেশ দেখাবো।
তারপর থেকে আমাকে কোলে করে
ঘুরে ঘুরে কখন তার
পঁচাত্তর বছর বয়স হয়ে গেল
দুজনেই বুড়ো হয়ে গেলাম
কত যুদ্ধ, কত হানাহানি
কত উন্নয়নের সাথে গলাগলি
এখন আমরা দুজন পাশাপাশি বসে
চোখ চাওয়া করি
কখনো দুটো একটা কথা বলি
আসলে আমরা দুজনেই বড় ক্লান্ত
স্বাধীনতা কখনো কখনো
আমার পিঠে হাত রেখে বলে,
আমার তো বয়েস হয়েছে
এবার আমায় ছেড়ে দে।
তোমাকে ছেড়ে দেবো স্বাধীনতা ?
আমার অস্ফুট কণ্ঠস্বর শুনে
এই পঁচাত্তর বছরের বুড়ো
আমাকে আবার টেনে হিঁচড়ে কোলে তুলে নেয়
আমিও তার কাঁধে মাথা রেখে চলি
একশো, দুশো, তিনশো,
হাজার , হাজার বছরের দিকে