ব্যাংক কাউন্টারের
সুতো বাঁধা কলমে
কবিতা লিখতে লিখতে
শেষ করার আগেই
সুতোয় টান পড়ে।
ব্যাংকের টান বড় প্রবল
আমার কবিতা বড় দুর্বল
সুতো ছিঁড়ে শেষ লাইনটা
আমার কাছ থেকে
আজও আদায় করে নিতে পারেনি।


মুঠোফোনের কি প্যাডে
কবিতা লিখতে লিখতে
শেষ করার আগেই
অটো কারেকশনের টানে
শেষ লাইনটা লেখা হয়ে ওঠে না
মুঠোফেনের টান বড় প্রবল
আমার কবিতা বড় দুর্বল
মুঠো ফোন ফেলে দিয়ে শেষ লাইনটা
আমার কাছ থেকে
আজও আদায় করে নিতে পারেনি।


সত্যিকারের কলমের খোঁজে আছি
ততদিন প্রিয়তমা
আমাকে ছেড়ে যেওনা
একদিন এক প্রচন্ড শক্তিমান
কবিতার জন্ম দেব আমি।
কলমটা সেদিন উড়তে উড়তে
মহাকর্ষের সব বাধা ছাড়িয়ে
মহাশুন্যে বিলীন হয়ে যাবে
ততদিন আমাকে ছেড়ে যেওনা