বৃষ্টি আসছে ?
দাঁড়াও, আকাশটা দেখে বলি
আকাশ ? কেন ?
আকাশ কি জানে বৃষ্টি হবার কথা ?
তুমি জানোনা, অথচ আকাশ জানে ?
আশ্চর্য !


বন্যা আসছে ?
দাঁড়াও, বাঁধের অবস্থা দেখে বলি
বাঁধ ? বাঁধ কেন ?
বাঁধ বন্যার কথা জানে ?
তুমি জানোনা অথচ...
আশ্চর্য !


বুকের মধ্যে বহতা নীল নদ
তুমি এলে বাণ বন্যায় ভাসে
শৈশব, কৈশোর, বার্ধক্য, যৌবনের পতিত জমিন
ভেসে যায় প্লাবনে তোমার
তারপর চর জাগে
বিহনে তোমার