আমি রহস্যময় সভ্যতায় অভিশপ্ত
দয়া করে পিষে মেরে ফেল
হোক স্বপ্নে ভাসার অবসান।
চলি প্রাণ বয়ে কোন মতে
বিশালে ভয় কিছু না হলেও নয়
কভু রীতি ভুলে ডাকি অপমান।
যদি সকলেই শাসকই রবে
সেজে কারও দীক্ষার গিনিপিগ
কে আর হবে ক্ষমতার বলি?
শুধু সয়ে বাঁচতে দাও কিছুকাল
তোমার অংশ থেকে কিছু নয়
ধরা ধৈর্য্যের তীর খুঁজে চলি।
নই অযোগ্য অপরাধী নিজে
বুঝে আনিনি নিজে যা চাই
তবু চাই অবুঝের স্থান
মেলাতে যাবোনা কারও সনে,
সাথে বাচালে বাঁচতে দাও
নয় কেড়ে নাও প্রাণ অনুভূতি
যেন না হয় মরতে প্রতিক্ষণে।