কারও ঝড়ে ঘর ওড়ে
কারও সুখে মন ভরে
দেখে এর লীলাখেলা,
কেউ সুখের তালাশে ছুটে
কারও বেশি সুখে ঘুম টুঁটে
কেটে যায় তবু বেলা।
কারও চাওয়ার নাইকো শেষ
কারও সব ছুড়ে পাগল বেশ
ভাবনায়,ফলে দ্বন্দ্ব,
কেউ বেশি ভালবেশে মরে
কারও ছলনায় মন ভরে
ক্ষণে কাটে তাল,ভেঙ্গে ছন্দ।
নিজ জ্ঞানে যতো বুঝে
সবখানে তাই সবে খুঁজে
শেষে বুঝে ছিল ভুল,
তবু শুরু নতুন করে
কোন রক্ষা কবচ ধরে
ফের পিছলে হারায় কূল।