জানি ঝড় থেমে যাবে
আসবে পাখি নীড়ে
ছিন্ন সাধের বাসা
শূন্যতা বুক চিঁড়ে।
প্রভাত নিশি ঘুরে
প্রতিটি ক্ষণ জুড়ে
মিছে আশায় বাঁচা
কষ্টে জ্বলে পুড়ে।
জানি ঝড় থেমে যাবে
ফের স্বপ্নের পিছু ধাওয়া
কল্পনার রং তুলি
মিথ্যে কতক বুলি
সত্য করে চাওয়া।
জীবন তাসের ঘর
বিনে পবনে নড়বড়
ভাঙার প্রহর গুনে
বুঝি হিসেবে গড়বড়।