আমি ক্লান্তিতে ঘেমে নেয়ে
আছি চাতকের মতো চেয়ে,
লাখো চোখ সারা দেশও
ওগো বর্ষা তুমি এসো।
সারা আকাশে দাপিয়ে ঘোড়া
রাঙা রেখা কোটি জোড়া,
ভেঙে মেঘ-কণা যতো গড়ো
সুখ বৃষ্টি হয়ে ঝরো।
মায়া সবুজের পথ ছুঁয়ে
জাত কিষাণের লাঙল চুঁয়ে,
রাঙা বধূর আঁচল ভরে
এসো ঝরবে এ মন জুড়ে।
অতিষ্ঠ জীবন শুধু অনুক্ষণ
এসোনা হয়ে সুখ বরষণ,
জীবন ভাসাতে নতুন জীবনে  
বর্ষা এসো, নেবো বরণে।