কবিতা,কবির ভাব,আবেগ,চিন্তা ও স্বপ্ন সীমার পরিধি প্রকাশের মাধ্যম।কাব্য প্রতিভা ঐশ্বরিক।যে কেউ ইচ্ছা করলেই কবি হতে পারেনা বলেই আমি বিশ্বাস করি।যা ইচ্ছা লিখলেই মনের ভাব প্রকাশ হতে পারে,কবিতা নয়।
কাব্য সাধনার বিষয়।কবির মনের গহীনে ছন্দের কুঁড়ি অবিরাম খেলা করে।আমরা অনেকেই কবিতা লিখি কিন্তু ছন্দের প্রয়োগ সঠিক ভাবে জানি না।বিভিন্ন মন্তব্যে উৎসাহিত হয়ে ভুল রচনা চলে অবিরত।ছন্দের ব্যবহারে কবি যদিও স্বাধীন তবুও এভাবে শতশত কবিতা রচনা তাঁর খেয়ালের সাধ মেটাতে পারে কিন্তু কবি হিসেবে অবস্থান তৈরি করবে না।টাইপ এর সমস্যার জন্য বানান ইচ্ছাকৃত ভাবেও ভুল হতে পারে যা সংশোধন সম্ভব।অধিক জরুরি মৌলিক সংশোধনী এবং মৌলিক আলোচনা।
সবাইকে শুভ কামনা।