অরাজতায় ভরে গেছে দেশ,
কোন জায়গায় নেই শান্তির লেশ।
শুধু সন্ত্রাস দুর্নীতি হাঙ্গামা,
দেয়না তো কেউ কোন ভাল উপদেশ।
যতো বড় চোর আর বাটপার
সব জায়গায় বেশী জোর তার।
কাজে নয় মুখেই নৈতিকতা
চ্যালা কিছু পুষলেই বড় নেতা।
টাকার লোভ যতো লাজ নেই ততো,
হাতকড়া পরে হাসে বিজয়ীর মতো।
মুখেই বুলি আইনের শাসন
মিছে ক্ষমতার জোরে অধিক আসন।
চলো সবে একসাথে এগিয়ে যাই,
ধ্বংসের হাত থেকে দেশটা বাঁচাই।
পালন না করে ভীরু নীরবতা
দেশ থেকে দূর করি অরাজকতা।