কতো শত যুগ ভালবেসে
ভরাতে চেয়েছি মন,
তবু জাগেনি কারও মাঝে
সুখের কোন অনুরণ।
আমি বিশ্বের মাঝে মিশে
যত গণ্ডিকে ভেঙ্গেচুরে
সুখ জাগরণ আছে যতক্ষণ
ছড়াবো সৃষ্টি জুড়ে।
ভিঞ্চিকে বলে কয়ে,দেবো
যা চায় যতো খুশি,
বসে মোনালিসার হাত ছুঁয়ে
দেখবো ভুবনমোহিনী হাসি।
আন্টোনিও হোক বড় বীর
রণে পরাজিত হবে সেও,
ক্লিউপেট্রার রূপ সবই আমার
তাকে পাবেনা কেও।
ট্রয়ে ক্ষতি হলো খুব
হেলেণকে নিয়ে টানাটানি
সবে বুঝত যদি সে আমার
কমে যেতো হানাহানি।
হৈমন্তী মেয়েটা কি বোকা!
বাবাকে খুলে বল;
তবে কি সে গাধার ঘরে
ফেলত চোখের জল ?
দেবদাস বেটা বোতলের মাঝে
জীবনের মানে খুঁজে,
পার্বতী কেন দিনরাত কাঁদে
সে কি কোনদিন বুঝে?
বিশ্বপ্রেমিক প্রেম বিলিয়েছি
কতো সভ্যতা মাঝে
সীমারেখা আর দীনহীনতা
বাধা নয় কোন কাজে।