যে
হয়ে
বরষা
কড়া নাড়ে
মন আকাশে,
সুখ ফোটা হয়ে
ঝরবে অবিরত
কেমনে ফেরাই তাকে?
হৃদয়ের গহীনে
তবু আনমনে,
আবাস গড়ে
মিশে আছে
রুখবে
তাকে
কে?



বি.দ্রঃহাসান ইমতি ভাইয়ের আহ্বানে এই আঙ্গিকের কবিতা লেখার সূচনা। অশেষ অনুপ্রেরণার জন্য কবিতাটি হাসান ইমতি ভাইকে উৎসর্গ করলাম।