অপরাজিতা,আমি জানি তুমি আসবে
বসন্তে না হোক বৃষ্টি ভেজা গোধূলি লগ্নে,
ধীর ধীর পায়ে বাসি কিছু ফুল হাতে
আমার না বলা চাওয়ার আহ্বানে।
কল্পনার আলপনায় তোমাকে পাশে দেখি
পরক্ষণেই বুঝি আমি বড় একা,
অনুভবে তোমায় পাওয়ার উন্মাদনা
পথ চেয়ে থাকি তবু নিরাশ হইনা।
জানি,আসবে প্রতীক্ষার অবসানে
তোমাকে আসতেই হবে ভালবাসার টানে,
তুমি মানবী,হৃদয় শূন্য নও,
যখন বুঝবে আমার চাওয়ার গভীরতা।
ও শোন,যদি ভাল না লাগে আমায়
আমাকে যেন বুঝতে দিওনা কভু,
না পাওয়ার বেদনার চেয়ে
আশা নিয়ে প্রতীক্ষা অনেক ভালো।
তারচেয়ে বরং শুধু স্বপ্নে এসো
যেভাবে তোমাকে আমি চাই।