কাল পরিক্রমে ধরা খরস্রোতে
কেন এই আসা যাওয়া?
যত ধন মন শত আয়োজনে
নিজেকে খুঁজে পাওয়া।
রং রূপ রস ভেদে প্রতিজন
ভাব ভাষা রীতিনীতি,
সুখে হাসে ব্যথায় জলে ভাসে
কাঁপে বুক জেনে ভয়ভীতি।
প্রশান্তি আনে দেহ মন প্রাণে
একেই কি সুখ বলে?
অবিরত ছুটে কেউ পিছু হটে
দুখের অনলে জ্বলে।
হৃদয় তটে যা কিছু ঘটে
স্মৃতি ভেবে পুষে রাখি,
রক্ত রাঙা স্বপ্নে হাসে
কাঁদে গেলে প্রাণ পাখি।
কীভাবে কেন কি হেতু আসার
যাবো ফের কোনখানে?
যে লাভ ক্ষতি মিছে অনুভূতি
জীবনের কি মানে?