শুনে চমকে ওঠে পিলে!
হঠাৎ করে একটা লোকের,
কান নিয়েছে চিলে।
শোরগোল এই নিয়ে
কানটি চিলে দেয়নি তবু
ফুড়ুৎ ফাঁকি দিয়ে।
দেবে না চিল যেচে
কানটি যদি না-ই রবে
কি লাভ হবে বেঁচে?
ছুটছে বাঁধা ভুলে
কোথায় যে সাধের কানটি
চিল রেখেছে তুলে।
শুনি,বলো খুলে,
চিল কি তবে কান-ই খাবে
নিজের খাবার ভুলে?
কি হল এক জ্বালা!
ওমা!আমি এই সময়েও
কান রেখেছি খোলা!!!
হঠাৎ হাসির কলরব,
কানটি নাকি নেয়নি চিলে
ভুল বুঝেছে সব।
ওটা নাকি ছড়া
আমি তো নিরক্ষর তাই,
হয়নি কভু পড়া।
যাঁরা এসব লেখে
তাঁরা নাকি অনেক বুঝে,
দেখে বা না দেখে।



বি.দ্রঃ হঠাৎ কেন যেন "কান নিয়েছে চিলে" লাইন টা মনে পড়ল।মজার ঘোরে অসতর্ক প্রয়াস। উদ্ধৃত অংশটুকু কবি শামসুর রহমানের পন্ডশ্রম কবিতার।