কতো বয়ে যায় বেলা
বাকী রয়ে যায় খেলা
জুড়ে জীবনের অলিগলি।
নিজ স্বত্ত্বা সঁপে দিয়ে
দেহে আত্না টুকু নিয়ে
জপি হাসি মুখে বাসি বুলি।
প্লাবনের বুকে খুঁজে বালুচর
নিজে সেজে নিয়তির অনুচর
হারানোর মাঝে খুজি তৃপ্তি,
পালা বদলের প্রতি বাঁকে
স্বপ্নেরা পিছু ফিরে থাকে
তবু দৃষ্টিতে সেনানীর দীপ্তি।
বাঁধা আগামীর সাথে হবে দেখা
মেলাবো প্রাপ্তির সীমারেখা
অমিলে খুঁজে নেবো অজুহাত।
সবই নিজ আঙ্গিনায় আনাগোনা
যেন নিয়তির সুঁতোয় জালবোনা
শুধু কাটানোর ছলে দিনরাত।