বছর ঘুরে এলো কুরবানির ঈদ
মুসলিম বিশ্ব জুড়ে।
আল্লাহ কে খুশি করে মুসলমান
পশু কুরবানি করে।


পশুর মাঝেও বিভাজন আছে
উট খাসি আর দুম্বা।
এছাড়াও আছে গরু আর মহিষ
ভেড়া ও আছে কিংবা।


প্রতিযোগিতা চলে কার চেয়ে কে
কিনলো বড় গরু।
জবাই করে ফ্রিজে ভরে বছরভর
খাওয়া দাওয়া শুরু।


গরীবের হক হয়না তো আদায়
পায়না গরীব গোস্ত।
এইসবে খোদা হবে নাকো খুশি
এ কথা মনে রেখো দোস্ত।


ঐতিহ্য আর আভিজাত্য দেখানো
কুরবানি করে সবাই।
আসলে তো দাদা এটা কুরবানি নয়
গোস্ত খাওয়ার জন্য জবাই।