ওগো আমার প্রিয় মা-
তোমার প্রতি আমার কিছু কথা!
এতটি বছর পেরিয়ে গেলো-
কখনো মা গো বলা হয় নাই যা!


খোদার পরে পৃথিবীর বুকে-
আপন বলতে শুধু তোমাকেই জানি!
খোদার পরে মোর আশ্রয় তুমি-
তুমিই ভরসা মোর ওহে প্রাণ প্রিয় জননী!


গর্ভে তোমার করেছ ধারণ-
মাগো আমায় সুদীর্ঘ দশমাস দশদিন!
চামড়া কেটে জুতা বানালেও-
শোধ হবে না মাগো তোমার এ ঋণ!


আদর সোহাগে করিয়াছ তুমি-
আমায় লালন-পালন করিয়েছ দুগ্ধপান!
হয়না তো মাগো তোমার তুলনা-
সেরা মানবী তুমি,তুমি মহৎ-মেহেরবান!


তোমার মতো কেউ তো আমায়-
বাসে নি ভালো করেনি তো বুকে ধারণ!
জগতের বুকে আপন জানি তোমায়
তুমিই তো বেঁচে থাকার একমাত্র কারণ!


সারাদিন ধরে সারাদেশ ঘুরে-
ঘরে ফিরে যখন দেখি মাগো তোমার মুখ!
ঘুচে যায় মোর দুঃখ-ব্যাথা-
অবসাদ শেষে এ বুকেতে আসে স্বর্গসুখ!


দিতে পারিনি পারব না জানি-
মাগো তোমার স্নেহ ভালোবাসার মুল্য!
সবার উপরে তোমার স্থান মাগো-
তুমি আমার কাছে ঐ বিধাতা সমতুল্য!


তোমায় যে কতটা ভালোবাসি-
মাগো বলা হয়ে উঠে নাই কোনদিন তা!
তমিই আমার আশ্রয় ঠিকানা-
অনেক অনেক ভালোবাসি তোমায় মা!