নীরার বাড়ি অনেক দূরে
সহস্র মাইল পরে।
সূখের নিদ্রায় বিভোর নীরা
প্রিয় মানুষের ঘরে।


আমি আজও একা রাত জেগে
নীরার কথাই ভাবি।
মুঠোফোনের স্ক্রিনে ভেসে উঠে
তার হাসিমাখা ছবি।


তার হাসিতেই কাটতো ভালো
আমার দিনকাল বেলা।
এখন আমার জন্য ভালোবাসা-
নেই;আছে শুধু অবহেলা।


বেঁচে থাকা ও হয়েছে কঠিন
আমার সঙ্গী দুঃখ হতাশা।
তবুও এখন ও নীরা ই আমার
প্রথম ও শেষ ভালোবাসা।