এক ডাকে অরণ্যের বাঘও যায় না ছুটে,
আমি যাই, আমি ছুটে যাই ; আমি
কামভিখিরির মত কপর্দকশূন্য করপুটে
তোমার অগ্নির টানে ছুটে যাই, হাওয়া ।


রাজৈশ্বর্যের চেয়েও ঢের বেশী মূল্যবান
মণিরত্ন ছিল আমার সুবর্ণ-অর্ণবপোতে ।
তোমাকে আবিষ্কার করব বলে, আমার
সমুদ্রজয়ী দেহকে আমি কলম্বাসের মত
ভাসিয়েছিলাম তোমার জলে, কল্পনায়
আমি দুলেছিলাম তোমার জল-স্রোতে ।


তুমিই আমার মধ্যে সৃষ্টি করেছ কবিতা,
তুমিই প্রশ্রয়দানে অগ্নিকে করেছ প্রবল,
আমার নশ্বর মনে তুমিই তৈরি করেছো
অমরত্বের তৃষা, --সৃষ্টি করেছো চাওয়া ।


তুমি আমার সবচেয়ে বড় সুখের স্মৃতি,
তুমি আমার সবচেয়ে বড় কষ্ট পাওয়া ।


(কাব্যগ্রন্থঃ বাৎস্যায়ন । প্রকাশকালঃ বইমেলা ২০০০। প্রকাশকঃ পার্ল পাবলিকেশন।)