বাইরের পৃথিবীটা বড় বেশি ছোটো,
তার চারপাশে চাঁদ-তারা, গ্রহর দেয়াল।
আমি বাঁচি আমার মনের পৃথিবী নিয়ে।


বাইরের পৃথিবীটা বড়  বেশি কুৎসিত,
তার মৃগনাভি কৃমি-কীটে ভরা।
আমি বাঁচি আমার মনের পৃথিবী নিয়ে।


বাইরের পৃথিবীটা বড় বেশি কর্কশ, নিষঠুর,
আত্মমুগ্ধ অহংকারে সাধা,
আমি বাঁচি আমার মনের পৃথিবী নিয়ে।


বাইরের পৃথিবীটা বড় বেশি স্বার্থপর,
শস্ত্রজীবী, হিংসাপরায়ণ,
আমি বাঁচি আমার মনের পৃথিবী নিয়ে।


বাইরের পৃথিবীটা দুঃখজরাব্যাধিমৃত্যুময়,
বাইরের পৃথিবীটা বড় বেশি স্বাধীনতহীন,
আমি বাঁচি আমার মনের পৃথিবী নিয়ে।