হাজার হাজার কোটি শব্দের ভিড়ে মিশে-যাওয়া তোমার নাম
টন টন অন্ধকারের ভিতর থেকে মুহূর্তের মধ‌্যে জ্বলে উঠলো
কম্পিউটারের রূপালি পর্দায়, যেন অক্সি-এসিটিলিনের শিখা।
আর তা দেখামাত্র আমি অপেক্ষমাণ প্রেমিক-পতঙ্গের মতো
মুহূর্তে ঝাঁপিয়ে পড়লাম তোমার ঐ অগ্নিজ্বলা নামের ভিতরে।


অমরত্ব অর্জনের পথে আমার আর কোনো বাধাই থাকল না।



(কাব্যগ্রন্থঃ আনন্দউদ্যান, ১৯৯৫)