যখন আমি তোমার মুখের দিকে তাকাই,
মনে হয় দুটি শিল্পিত হাতের দশটি আঙ্গুল
চীনামাটির ফ্লাওয়ার-ভাসের মতো আদর করে
ধরে রেখেছে তোমার গৌরবর্ণ স্নিগ্ধ মুখখানি।
সেই কবে একদিন সুদূর শৈশবে
মাটির প্রতিমা দেখে মুগ্ধ হয়েছিল চোখ;
তারপর তুমি, মাটির বদলে মাংস,
কল্পনার বদলে বাস্তব, পৌত্তলিক রক্ত
তবু তোমাকে প্রতিমা ভেবে সুখী।
তুমি কি শেষে আমাকে উন্মাদ করে দেবে?