ভাবছি মনে দিনের শেষে
কে সে আমায় ভালবাসে ?
কে সে আমায় আপন কোরে
বুকের মাঝে জড়িয়ে ধরে?


কেই বা সে দিনের শেষে
গুটিগুটি সামনে এসে
চুপটি করে বসে পাশে
দিনের শেষে অবশেষে?


হাজার কথা বলি তারে
একটি নাকো শব্দ করে
মনের মাঝে অনুরণন
করতে নারি অনুধাবন।


ভাবছি সেই কখন থেকে
মনটা ঘোরে ঘূর্ণিপাকে,
গ্লাসের মধ্যে লেভেল ব্লু
পাইনা খুঁজে কোনই ক্লু।
এমন সময় হঠাৎ দেখি
চোখের সামনে গগন চাকী!!


মুখুজ্জেদা পদ্ম দিঘির,
কি যেন হয় দূর্গা দিদির।
তারই ভায়রা কিম্বা শালা
একটু ট্যাঁরা, অল্প কালা,
প্রশ্ন করো যতই শক্ত
উত্তরেতে সবাই জব্দ।


মোদী রাহুল দালাই লামা,
আবে জিনপিং বা ওবামা,
যখনি কোনো প্রশ্ন জাগে,
দ্বিধাদন্ধ সরিয়ে রেখে,
টুক করেতে সুধায় কানে,
পরক্ষনেই শাবাশ মানে।


চোখের সামনে এমন লোককে
দেখতে পেয়ে পুলক জাগে,
হাতটা ধরে গগন চাকী
বলি আমি - ব্যস্ত নাকি?
একটি প্রশ্ন মনের ফাঁকে
জ্বালিয়ে মারে তখন থেকে,
ভাবছি আমি দিনের শেষে
কে সে আমায় ভালবাসে?


প্রশ্ন শুনে গগন চাকী
মুচকি হাসে বুজে আঁখি,
মনটা অবশ, বুক দুরুদুরু
- সহজ প্রশ্ন, বুঝলি বীরু?
বাড়িতে তোর্ আছে কয়জন?
- একটি পোষ্য, অন্য স্ত্রীধন।


- একটা ছোট্ট পরীক্ষাতে
উত্তর পাবি হাতে হাতে
দুই ঘরেতে প্রিয় দুজন,
একটি পোষ্য, অন্য স্ত্রীধন,
তিনটি ঘন্টা বন্ধ রাখো
দরজা কোনো খুলবে নাকো।


খুললে পরে দরজা শেষে
বুঝবে কে সে ভালবাসে,
কামড়ায়ই বা কে সে তোমায়,
এখন বুঝি তোমায় ভাবায়??