দুই বন্ধু গলাগলি
রাখছে বাজি আজ
পাড়ি দেবে মরুভূমি
উঠবে মাথায় তাজ ।


ভোরবেলাতে যাত্রা শুরু
পাখির ডাকের সুরে
ধীরে ধীরে সূর্য্য ওঠে
গা যেন যায় পুড়ে ।


গরম, মেজাজ - দুইই বাড়ে
কে যায় কার উপর
এক বন্ধু আরেকটিকে
মারল কষে চড় ।


বিস্মিত, হতবাক
খেয়ে গালে চড়
দুঃখিত মনে বসে
বালির উপর ।


মুখে কোন কথা নেই
লেখে বসে বালিতে
“মোর বন্ধু চড় মারে
আমারই মুখেতে ।”


হেঁটে চলে বহুক্ষন
কথা নেই মুখে
হঠাৎ দেখে মরুদ্যান
চোখেরই সম্মুখে ।


উল্লাসে, আনন্দেতে
নামল দুটি জলে
অবশেষে শান্তির স্নান
তোলপাড় তুলে ।


এমন সময় হঠাৎই
দুঃখী বন্ধু ডোবে
আরেকটিতে বাঁচায় তারে
অসম্ভব সম্ভবে ।


মৃত্যুভীত, কম্পিত
পাথর কুঁদে লেখে
“মোর বন্ধু বাঁচায় মোরে
জীবন তুচ্ছ রেখে ।”


হতবাক, অপর বন্ধু
অবাক চোখে জল
“একটি কথা শুধাই তোরে
সত্যি করে বল ?
বালির উপর লিখলি
যখন মেরেছিলাম চড়
এখন তবে লিখলি কেন
খুঁড়ে এই পাথর ?”


“দুঃখের কথা লিখবি যত
বালির পরে ভাই
ক্ষমার হাওয়ায় জানবি তা ঠিক
মুছে যাবে তাই ।
সুখের কথা রাখবি কুঁদে
পাথরের উপর
কোনো হাওয়ার ক্ষমতা হবে ?
মুছবে সে আঁচড় ?”