ওই দিন আমি উঠে বসলাম বাসে
এক মহিলা দাঁড়িয়েছে আমার পাশে।
নিজে দাঁড়িয়ে যাকে দিলাম ঠাই
সেই এখন বলে সরে দাঁড়ান ভাই।


যাদের পাশে দাঁড়িয়েছি বারবার
তারাই কেড়ে নিলো সব আমার।
আমার সব কথা কইলাম যার কাছে
সেই এখন কাল হয়ে দাঁড়িয়েছে।


কত সুযোগ করে দিলাম কত জনে
তারাই এখন নালিশ করে গোপনে।
আমার কারণে যে ধরলো জীবনের হাল
সে এখন বলে বেড়ায় আমি নাকি দালাল।


বলে কয়ে কত লোককে বুঝালাম
নাম অন্য জনের, আমার হলো বদনাম।
যারে নেতা বানাইলাম তারেই এখন ভয়
সে আমায় এখন গ্রাম ছাড়িতে কয়।


যাদের কোলে পিঠে মানুষ করিলাম
লালন করার সুখ, আর কি পেলাম?
শুনতে পেলাম তারা নাকি উপরে সবার
আজ আর খোঁজ নেয় না আমার।


কেউ উঠে উপরে কেউ বা নিচে
যার ভাগ্যে যা আছে যাবে পিছে পিছে।
আমি অবুঝ, জ্ঞান নাই হিতাহিত
করতে চাইলাম হীত, হইল বিপরীত।