ভালো ঘর দেখে বাবা দিলেন বিয়ে
ভাই আমার খবর নিতো মাঝে মাঝে গিয়ে।
অনেক সুখের ছিলো আমার শ্বশুর বাড়ী
মায়ের মতই ছিলেন আমার শ্বাশুড়ী।


যেমন চেয়েছিলাম পেয়েছিলাম তেমনি
বাপের বাড়ি ছিলাম আমি যেমনি।
বন্ধুর মত ছিলো আমার বর
স্বর্গসম ছিলো আমার শ্বশুর বাড়ীর ঘর।


হঠাৎ এসে দিলো জাপটা
কাল বৈশাখীর ঝড়
কেউ আসে না কেউ ডাকে না
সবাই এখন পর।


মায় আমার এসে দিল কানপড়া
মায়ের বিষে এখন আমি ঘর ছাড়া।
মায়ের নাক না গলালেই বা কি হতো
তার ভাব ছিলো কাল নাগিনীর মত।


মায়ের কথা লেগেছিলো ভালো
তাঁর মনে কি এমন ছিলো
এক ধমকা হাওয়ায় নিভে গেলো
আমার সুখ স্বপ্নের আলো।


বাবাও নাই ভাইও নাই
এখন আমার কি হবে দশা
অনেক মেয়ের জীবনে
তার মা হয় সর্বনাশা।


সংসারে সব করবেন নিজের মতে
নিজের কথা কইবেন না পরের সাথে।
যা যাবে তা আর আসবে না ফিরে
যা হয়েছে আমার জীবন জুড়ে।


মাগো তুমি বলেছিলে যা ইচ্ছা তাই
তোমার কারণে এখন আমি রাস্তায়।
যাচ্ছিলো দিন, কাটছিলো বেশ
তোমার বিষে সংসার আমার শেষ।