আমি তারে খুজে বেড়াই
পাহাড়, পর্বত, নদী-নালায়
সুখরাজ্যে যদি তার দেখা পাই।


আমি তার খোঁজে ছুটে বেড়াই
সকাল বিকাল ও সন্ধ্যায়
তাকে এক নজর দেখতে চাই।


সে সারাক্ষণ আমার অনুভুতিতে
সারাবেলা আমার স্বপ্নের আঙিনাতে
আমি তাকে চাই যেকোন মতে।


অবশেষে সন্ধান মিললো তার
আমি আনন্দে আত্মহারা
তাকে বাইশ জনে দিচ্ছে পাহারা।


আমি মুগ্ধ আহ্লাদে দিশেহারা
নির্জনে বসে করছে মোহরা
কি সুন্দর তার চেহরা।


আমি তার সাথে মিশে একাকার
আমি ছাড়লেও সে ছাড়বে না আর
কি মায়াবী তার ব্যবহার।


হঠাত শুনতে পেলাম বলছে তারা
তার সাথে আগে মিশেছে যারা
কানাকানি করছে সে নাকি সর্বহারা।


চিনতে আজও পারলাম না তাকে
নিজের চেয়েও বিশ্বাস করেছিলাম যাকে
এরই মধ্যে সে ঘ্রাস করেছে আমাকে।


অবশেষে বুঝতে পারলাম এর শেষটা
ততক্ষণে স্বর্ণলতার অতি আদরে মরে গেল
আমার স্বাদের বড়ই গাছটা।