আষাঢ়ের কাব্য
মোহাম্মদ মুছা


অতি বন্যা দেখেছো
ভারী বর্ষন দেখোনি,
মেঘের গর্জন শুনেছো
আকাশের কষ্ট বুঝনি,
বুক পাটা কান্যা
এমনই বুঝি হয়;
নিজের নিস্তরঙ্গ দেখাতে গেলে
অন্যকে প্লাবনে ভাসাতে হয়,
কার কি ভেসে গেলো
কে অঝোরে রিমিঝিমির
প্রশান্তুি পেলো, তা আষাঢ়ের গল্প নয়!
আষাঢ়ের গল্প
কাঁদবো অবিরাম কাঁদবো
যতদিন কদম না ঝরে,
পল্লবিরা নিঃসঙ্গ না হয়,