ইচ্ছে আমার
মোহাম্মদ মুছা


ইচ্ছে আমার এলোমেলো
           উড়ছে শহর জুড়ে
শত বাঁধা গোলকধাঁধা
           যায়না রাখা বেঁধে ,


পাখির মতো ডানা মেলে
         নীল আকাশে উড়ে
মেঘের কোলে হেলেদুলে
         পাগলা বাদল ঝরে,


ইচ্ছে আমার  মাতাল হলো
          দামাল ছেলের মতো
উড়ছে কেবল শত প্রবল
               রুখবে বাঁধা শত,


ইচ্ছে আমার বাঁধনহারা
           ছুটেছে বাঁকে বাঁকে
চাইনা ফিরে পিছন পানে
         ভোরের কিরন ডাকে,


ইচ্ছে আমার ক্ষণেক্ষনে
              রঙিন স্বপ্ন দেখে
ভালোবাসার ফুল ফোটাবে
              এই শহরের বুকে,,