অন্তঘাত
মোহাম্মদ মুছা


ছুটি অন্তঘাত কাঁধে বয়ে ছুটি
সেইতো কবে নিলো সবি লুটি,


নিথর স্বপ্ন ঝাঁকুনি দেয় অবিরত
আঘাতে আঘাতে বক্ষ ক্ষতবিক্ষত,


আমি শূন্য আমি পরিপূর্ণ নির্বাক
আমি অপূর্ণ তাই বেলা থেমে যাক,


বিদ্রোহী প্রহর তাড়া করে রোজকার
আর কতো সহিবো বিরহের হাহাকার।