অভিমানী নন্দিনী
মোহাম্মদ মুছা


ঘুরছে ঘড়ির কাটা,ঘুরে অবিরাম
   জীবন বেলা পার হয়ে যায়
       বলছি খানিক থাম,


চন্দ্র সূর্য আসা যাওয়া দিব্যি পালা করে
শখের বাগান শূন্য আজি রোজই পুষ্প ঝরে,


নদীর বুকে জোয়ার ভাটা বদলায় জলের রূপ
স্রোতে ভরা নদী আমার বুকে ভিষণ ক্ষোভ,


ঘুরছে ঘড়ির কাটা,ঘুরে অবিরাম
    জীবন বেলা পার হয়ে যায়
         বলছি খানিক থাম,


অভিমানী নন্দিনী মোর আসবে ফিরে তাই
থমকে আছে জীবন আমার  তারই অপেক্ষায়!