জীবনে ক্রমাগত ফিরে আসা
এবার-ও বসন্তঃ হারালেও
হলুদ যার গা-য়, সে এক পাখী ।
উড়ে এসে বসেছিল আমার স্বপ্নের হাতে,
চোখে তার কাজল-কালো গভীর দিঘী ;
বলেছিল সে , আমিও বাঁচতে চাই
তোমার স্বপ্নের সাথে ।


সেদিন নিশুতি রাতে,
নিকষ কালো আঁধারে ,
তার উষ্ণতা সম্বল করে
যখন, ক্রমশ স্বর্গের দিকে এগোচ্ছি,,
কোনো এক অদৃশ্য তীরান্দাজ এসে
ছিনিয়ে নিয়ে গেল সে পাখী !


সে এক পাখী, বসেছিল আমার স্বপ্নের হাতে
বলেছিল, সোহাগভরা কাজল-কালো দুচোখে--
ভেবেছিলাম বাঁচব তোমার স্বপ্নের সাথে,
কিন্ত,
অদৃশ্য আমায় ছিনিয়ে নিল
তোমার স্বপ্ন থেকে....।।