যখন শীতের শুষ্ক, রুক্ষ চাদরও একই তানে ছেয়ে যায় তীব্র রোদচাদরের মতো তখন সকল শ্রী হারিয়ে ফেলি প্রোথিত আমি। মেঘের মতো ঢেউ জাগানিয়া চুল যেন ঝরে যায়। বাহুও বল হারায়। এলোমেলো চিন্তাগুলো পাখির মতো উড়ে এসে মাথায় জেঁকে বসেনা আর। এদিকে পথ ক'রে নেয়া সরু খালটা আমাকে শুধু উজানভাটির গল্প শুনিয়ে যায়। ও কেন ভাবেনা গতিময়তা আর জড়তা দু'টা ভিন্ন ছাঁচ, ভিন্ন ধর্ম?