(প্রিয় ছোটভাই রকি'র জন্য)


তুমি জাননি-গর্বিত সে ছিল  
পিতার প্রেম আর পৌরুষে,
বটের ছায়ায় নিরাপদ আশ্রয়ে
পৌষের শীতে বুকের উষ্ণতায়
আর বসন্তের মাদকতায়;তবু    
পিছন হতে কেন সে আসে
এই জৈষ্ঠের মধুমাসে
বর্ষার হিমেল বাতাসে
বেদনা জাগাতে নীরবে ;  


তারচে' বরং বন্ধু হও আবার
শৃঙ্খল ভাঙো, মুক্ত কর সময়
আর একবার দুর্দন্ড প্রতাপে,
হাতখানা প্রশস্ত কর,উদার বক্ষে
টেনে নাও সে গর্বিত জনকেরে
তুমি যে আর কিছু নও বন্ধুই ছিলে  
আজ, কাল এবং অনন্তকালে...