সুন্দরীতমা, তোমার জন্য প্রশ্ন
হতে পারতো- অরিজিনাল সিন
ঠিক কয় মিনিটে হয়,
স্টর্মি ঝড়ে কেমনে উড়ে যায়
ট্রাম্পকার্ড,মেইটল্যান্ড কেন
প্রচন্ড শীতে করে সান-বাথ্
সানী-ডে'র রৌদ্রোত্তাপ
পোহাতে হয় ঠিক ক'জনে
প্রশ্ন হতে পারতো ৷


প্রশ্ন হতে পারতো-
খলিফারা ক'ইঞ্চি নেকাব পড়ে
আল সৌদ কেন বুকিংং করে
পুরো হোটেল-সেভেন স্টার,
ভাট মশাই কোন আশায়
নির্জন কক্ষে দাঁঁত কেলায়,
কেনইবা ক্যারিবিয়া ছাড়া
ছুটি কাটেনা জলি'র
প্রশ্ন হতে পারতো ৷


প্রশ্ন হতে পারতো
গাদ্দাফিরা কেন রাখে
স্বর্ণকেশী-সুন্দরী দেহরক্ষী,
সিলভিওদের পতনে কেন
প্রমিলা প্রতিবাদ রাজপথে,
কিংংবা বিদীশার সংংগ্রামে
কেন এরিক-অধিকার;
প্রাসঙ্গিক ছিল এ প্রশ্নটিও ৷


অথচ সেই তোমাকেই কিনা
বেরসিক জাজ্ জিজ্ঞাসে H2O!
"রসায়নের আমিও কিছু জানি-
দু'খানা হাইড্রোজেন বোম্ব
ঊর্বশীর বক্ষ চিড়ে;
আমি কেমিস্ট নই,সুন্দরী
তবু দাহ করে হাইড্রোজেন
বিষক্রিয়ায় জন্মাবো এক
আদিম রসায়ন ৷"