মনে আসে কত কথা
প্রেমের,খানিকটা অভিমানের ৷
কিন্তু সামনে আসলে তোমার
কথার মালাখানি হাওয়ায় মিলায়
যেন,থাকে শুধু রেশটুকু তার
ফরাসী সুগন্ধির মতন,
সব বুঝি বলা হল শেষ
কেননা তুমি নিজেই তো
একখানা ভাষাবৃক্ষ ,চোখে যার
খেলে নিরন্তর বাণী অফুরান
প্রেমের পাপড়ি হয়ে ঝরে পড়ে,
হৃদয়ের শুভ্র বিছানা পেতে আছি
সহস্রকাল,আবিরে রাঙাবো তোমায়
দলিত চুম্বনে মলিন হবে বার বার
কষ্টের দানায় দানায় লিখবো
অসীম সুখের মহাকাব্য এক ৷