বৃষ্টি ঝরে টপাটপ্‌
  ঠিক আগেরি মত
কত শ্রাবণ চলে যায়
    বিষাদের ক্ষত।


কথা ছিল আসছে শ্রাবণ
      দেবলীনাদের মাঠে
ভেজা ঘাসে হাঁটবো দু'জন
      কদমতলার পাশে।
আকাশভাঙা বৃষ্টিতে বোধয়
    নীরবতাই হাসে
তোমা-আমার হয় নি দেখা
      স্মৃতিই কেবল ভাসে।


কত শ্রাবণের গল্প বলেছি,
  দু'আঁখে পথ ভুলেছি,
  ভরা পুকুরে ঘর বেঁধেছি
ময়ূরপঙ্খী নাওয়ে নিশিদিন..


আবার বোধহয় হবে দেখা,
  হয়তো হবে না কথা
  অপলক দৃষ্টি,
  কেন তবে মলিন?


জানি, প্রথম কদমের আবদার ছিল
      রিক্ততা দু'চোখে,
প্রপঞ্চ কে করিয়াছে বলো
        সিক্ত দু'আঁখে!


বিধাতাই বোধয় চাই নে অভিলাষ
তোমার সুখেতেই স্বর্গ বিলাস
          বসন্তেই কাটুক দিন..
এদিকে আবার শ্রাবণ এলো
    প্রবল ঝড়ে এলোমেলো
কিছু স্বপ্ন থাকুক, না'হয় দিশাহীন!