স্বপ্নহীন এক দিগন্তভরা চোখে..
দেখিয়াছি আমি তাহারে..
নহে স্বপ্নে, নহে জাগরণে...
ঘুম-জাগরণের এক মিশ্রণে...!!


স্বপনে সে করিয়াছে খেলা..
জাগরণে ভাসাইয়াছে ভেলা...
নদতীরে বসিয়া দেখিয়াছি লীলা
দূরদিগন্ত পথে, হেন আমারে হেলা...!!


তবঃ আমি করিয়া প্রার্থনা..
গাহিয়া যাই কেবলি তাহারি মন্ত্রণা...।।
পরদেশে সে যেন থাকিয়া যতনে..
মোর হৃদয়কুটিরে এক অম্লানবন্ধনে..।।
আর,
পড়িয়াই না হয় রহিব আমি..
তাহার দেয়া কিণ্ঞিত, রঞ্জিত, অপুষ্পিত ভালবাসা লয়ে....!!!