নির্জন ঘরের সিলিং ফ্যানটা
       অল্প অল্প ঘুরছে,
বুকের ভেতর হৃদস্পন্দন
       থরো থরো করে কাপঁছে।


    চেয়ারের উপর দু'পা আমার
    স্মৃতিগুলো চোখে ভাসছে
    হাতের নিছক দড়িটাও যেন
    আকুল করে ডাকছে।


বাস্তবে দেখা স্বপ্নগুলো,
           পিছুটানে রেখে যাচ্ছি
           অদৃশ্য অদৃষ্টতে,
না পাওয়াটাই কেবল মাপছি।


     দড়িটা গলায় দিলাম...!!


শুকিয়ে যাওয়া কান্না
           চিৎকার হয়ে আসছে
মনের ভেতরের অক্সিজেনটা
           ক্রমশই যেন কমছে।
   অন্তিম মূহূর্তেও দায়িত্বগুলো
        পিছু ফিরে ডাকছে
  তোমাদের ছলনাগুলো কেবল
        সামনে এগিয়ে নিচ্ছে।


চেয়ারটা খসে গেল।
স্মৃতিগুলো মনে পড়লো।


বিশ্বাস করো, তোমাদের কথা ভেবে
ত্যাগ করা শেষ নিঃশ্বাসটা আমার
    কেবল দীর্ঘশ্বাসই  হবে...।।।।